بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Song title :আল্লাহ তুমি দয়ার সাগর
Singer: আইন উদ্দিন আল
Lyric : আইন উদ্দিন আল
Tune: আইন উদ্দিন আল
ShilpiGosti: Kalarab
আল্লাহ তুমি দয়ার সাগর রাহমানুর রাহীম লিরিক্স || Allah Tumi Doyar Sagor Lyrics
আল্লাহ তুমি দয়ার সাগর
রাহমানুর রাহীম
তোমার দয়ায় পূর্ণ আমার
সারা নিশী-দিন।
তুমি মিটাও সকল চাওয়া
দু’দিন আগে পরে,
তোমার কাছে সকল পাওয়া
সবই তোমার তরে।
তোমার পথে চললে সবাই
আসবে যে সুদিন।
তুমি পারো করতে মোচন
অভাব দুঃখী লোকের,
তুমি পরম মুক্তিদাতা
মালিক এ জগতের।
তোমার কাছে চাইযে পানাহ
আমরা প্রতিদিন।
কথা: খন্দকার হারুনুর রশীদ
0 Comments
আমাদের কন্টেন্ট সম্পর্কে আপনি ভালো খারাপ মতামত প্রদান করার অধিকার রাখেন সুন্দর ও সাবলীল ভাষায় ।
Emoji