بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Song title :Abu Ubayda,
Singer: Abu Ubayda,
Lyric : Abu Ubayda,
Tune: Abu Ubayda,
ShilpiGosti: Abu Ubayda,
Kothate Bhul Hole by Abu ubayda | কথাতে ভুল হলে আবু উবায়দা
কথাতে ভুল হলে
নিরবে যেও ভুলে
খোপার চুল খুলে
এসো সেদিন।
আবারো ভালবেসো
পরাণ খুলে হেসো
শরমে ঘরে এসো
যে কোন দিন।
স্মরণে আসে যদি
ভালবাসারও নদী
তোমাতে নিরবধী
হব বিলীন।
রোদেলা দুপুরে
খেয়ালি নুপুরে
হেয়ালি টুপুরে
পাশে রবো।
ঝরা পাতার গানে
কড়া ধোঁয়ার ঘ্রাণে
ভরা জোয়ার গাঙ্গে
ভেসে যাবো।
পরশে রেখো পাশে
ভরষে থেকো মিশে
হরশে জীবন আমার
করো রঙিন
- কথাতে ভুল হলে’
- কথা, সুর, ও কন্ঠ : আবু উবায়দা
- ভিডিও নির্দেশনা : কিশোর আহমেদ
- ডিওপি : প্রান্তিক দে, আবু হুরায়রা লাইট : মাহমুদুল হাসান
- সঙ্গীত আয়োজন, সাউন্ড এন্ড মাস্টার : মাহফুজ আলম
- রেকর্ডিং লেবেল : হলি টিউন
- পরিচালনা : উবায়দা প্রোডাকশন
0 Comments
আমাদের কন্টেন্ট সম্পর্কে আপনি ভালো খারাপ মতামত প্রদান করার অধিকার রাখেন সুন্দর ও সাবলীল ভাষায় ।
Emoji