بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Song title :রোজ হাশরে আল্লাহ আমার করো না
Singer: Kazi Najrul Islam
Lyric :Kazi Najrul Islam
Tune: Kazi Najrul Islam
ShilpiGosti: Kazi Najrul Islam
রোজ হাশরে আল্লাহ আমার করো না বিচার
বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার।
আমি জেনে শুনে জীবন ভরে
দোষ করেছি ঘরে পরে।
আশা নাই যে যাব ত’রে বিচারে তোমার।।
বিচার যদি করবে কেন রহমানের নাম নিলে
ঐ নামের গুনেই তরিয়ে যাব, কেন এ জ্ঞান দিলে।
দীন- ভিখারি ব’লে আমি
ভিক্ষা যখন চাইব স্বামী।
শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে নাকো আর।।
কথা ও সূর: কাজী নজরুল ইসলাম
0 Comments
আমাদের কন্টেন্ট সম্পর্কে আপনি ভালো খারাপ মতামত প্রদান করার অধিকার রাখেন সুন্দর ও সাবলীল ভাষায় ।
Emoji