بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Song title :যেন আল্লাহ নামে গাইতে পারি
Singer: Mosiur Rahman,
Lyric : Mosiur Rahman,
Tune: Mosiur Rahman,
ShilpiGosti: Mosiur Rahman,
যেন আল্লাহ নামে গাইতে পারি,
এই তো নিবেদন।
আমায় তুমি কবুল করো,
আল্লাহ চিরন্তন।।
আমার প্রাণের শক্তিটুকু,
মনের সকল ভক্তিটুকু।
তোমার জন্য করতে পারি,
দিও অটল মন।।
তোমার পথে দাঁড়িয়ে থাকি,
টিকে থাকার স্বপ্ন রাখি।
যেন তোমার ভালোবাসায়,
থাকি সারাক্ষণ।।
সাহস দিও দাঁড়িয়ে থাকার,
ঈমান আমল বাঁচিয়ে রাখার।।
যেন তোমার ভালোবাসায়,
থাকি সারাক্ষণ।।
কথা: গোলাম মোহাম্মদ,
সুর ও শিল্পীঃ মশিউর রহমান।
0 Comments
আমাদের কন্টেন্ট সম্পর্কে আপনি ভালো খারাপ মতামত প্রদান করার অধিকার রাখেন সুন্দর ও সাবলীল ভাষায় ।
Emoji