بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Song title :তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার
Singer: Mahfuz Alom
Lyric : Saif Shiraj
Tune: Md Bodrujjaman
ShilpiGosti: Kalarab
তোমার গায়ে হাত না রেখে
ঘুম হতোনা আমার।
তোমায় দেখে হৃদয় থেকে
দূর হতো সব আঁধার।।
তুমি আমার প্রথম গুরু
তোমার কাছে দ্বীক্ষা শুরু।
তুমি ছাড়া বুঝতো না কেউ
মান-অভিমান আমার।।
আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিলো বড়
বলেছিলেন জীবনটাকে ফুলের মতো গড়ো।
বাবা তোমার স্পর্শ আমায়
করলো মানুষ এই জামানায়।
এখন আমার দিন কেটে যায়
অভাব শুধু তোমার।।
তোমার গায়ে হাত না রেখে
ঘুম হতোনা আমার।
তোমায় দেখে হৃদয় থেকে
দূর হতো সব আঁধার।।
তোমার ছায়ায় দিন গেছে
তাই দুঃখ বুঝিনিতো।
আর কটা দিন থেকে গেলে
কি আর ক্ষতি হতো।।
তোমার পরশ মিস করে যাই বাবা
তোমার মতো আর কেহ নাই বাবা
তোমার পরশ মিস করে যাই
তোমার মতো আর কেহ নাই।
আমার মানস পটে বাবা
এক যে আলোর পাহাড়।।
তোমার গায়ে হাত না রেখে
ঘুম হতোনা আমার।
তোমায় দেখে হৃদয় থেকে
দূর হতো সব আঁধার।।
কথা: মোহাম্মদ বদরুজ্জামান
সূর: সাইফ সিরাজ
0 Comments
আমাদের কন্টেন্ট সম্পর্কে আপনি ভালো খারাপ মতামত প্রদান করার অধিকার রাখেন সুন্দর ও সাবলীল ভাষায় ।
Emoji