بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Song title :ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি
Singer: Abu Rayhan
Lyric : Ain Uddin Al azad
Tune: Ain Uddin Al azad
ShilpiGosti: Kalarab
ও মদিনার বুলবুলি
তোমার নামে ফুল তুলি।
যতন করে হৃদয় মাঝে
একা একা নিরিবিলি।
সেই ফুলেরই পাপড়িগুলো,
ঝড়ে পড়েনা
মুগ্ধ করা সুবাস তাহার,
কভু শেষ হয় না।
সেই সুবাসে ব্যাকুল হয়ে,
গাই তোমারইই গিতালী।
মনের কাবায় তোমার ছবি,
নিত্যদিনই আঁকি
তোমার নামের ছন্দমালা
আর কবিতা লিখি।
কবি ও কবির সাথে
গড়ে সাধের মিতালী।
ও মদিনার বুলবুলি
তোমার নামে ফুল তুলি।
যতন করে হৃদয় মাঝে
একা একা নিরিবিলি।
0 Comments
আমাদের কন্টেন্ট সম্পর্কে আপনি ভালো খারাপ মতামত প্রদান করার অধিকার রাখেন সুন্দর ও সাবলীল ভাষায় ।
Emoji