بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ Song title :শোন শোন ইয়া ইলাহী আমার মোনাজাত Singer: MD Imran Biswas Lyric : Kazi Nazrul Islam Tune: Kazi Nazrul Islam
ShilpiGosti: Kuhutan
শোন শোন ইয়া ইলাহী
আমার মোনাজাত।
তোমারি নাম জপে যেন,
(আমার) হৃদয় দিবস-রাত।।
যেন কানে শুনি সদা
তোমারি কালাম হে খোদা,
(আমি) চোখে যেন দেখি শুধু,
(দেখি) কোরআনের আয়াত।।
মুখে যেন জপি আমি
কলেমা তোমার দিবস-যামী,
(তোমার) মসজিদেরি ঝাড়ু-বরদার,
(খোদা) হোক আমার এ হাত।
সুখে তুমি, দুখে তুমি,
চোখে তুমি, বুকে তুমি,
এই পিয়াসি প্রাণে খোদা
(খোদা) তুমি আবহায়াত।।
কথা ও সূর: কাজী নজরুল ইসলাম
0 Comments
আমাদের কন্টেন্ট সম্পর্কে আপনি ভালো খারাপ মতামত প্রদান করার অধিকার রাখেন সুন্দর ও সাবলীল ভাষায় ।
Emoji