بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Song title :বৃদ্ধাশ্রমে আছি আমি বৃদ্ধাশ্রমে আছি
Singer: Sadman Sakib
Lyric : Siyam Al Hasan
Tune: Siyam Al Hasan
ShilpiGosti: Iqra
বৃদ্ধাশ্রমে আছি আমি বৃদ্ধাশ্রমে আছি
চোখে দুখের জল আমার মুখে মিছে হাসি।
ছোট ছিল খোকা যখন
বলতো আমায় মা।
আমায় ছেড়ে মাগো তুমি
দূরে যেও না।।
সেই খোকা আজ অনেক বড়
সাথেই আছে অনেক তারও।
আমায় নিয়ে খেলছে এখন শুধুই কানামাছি।
বৃদ্ধাশ্রমে আছি আমি বৃদ্ধাশ্রমে আছি।
চোখে দুখের জল আমার মুখে মিছে হাসি।
বৃদ্ধাশ্রমে আছি আমি বৃদ্ধাশ্রমে আছি।।
খোকার এখন আছে অফিস ডাকে সবাই স্যার
বড় বড় বাড়ি গাড়ি হয়েছে সংসার।
আমি এখন খোকার বোঝা
তাইতো দিলো এমন সাজা
বৃদ্ধাশ্রমে রেখে আমায় দিলো খোকা ফাকি।
বৃদ্ধাশ্রমে আছি আমি বৃদ্ধাশ্রমে আছি।।
চোখে দুখের জল আমার মুখে মিছে হাসি।
বৃদ্ধাশ্রমে আছি আমি বৃদ্ধাশ্রমে আছি।।
হতে পারিস পাষাণ রে তুই
আমি যে তা না
তুই যে আমার নাড়ছিড়া ধন
আমি তো তোর মা।।
থাকিস ভাল আমায় ছাড়া
আমি যখন যাব মারা
পারবি না আর আমায় নিয়ে খেলতে কানামাছি।
বৃদ্ধাশ্রমে আছি আমি বৃদ্ধাশ্রমে আছি।।
চোখে দুখের জল আমার মুখে মিছে হাসি।
বৃদ্ধাশ্রমে আছি আমি বৃদ্ধাশ্রমে আছি।।
কথা: সাইম আল হাসান
শিল্পী: সাদমান সাকিব
0 Comments
আমাদের কন্টেন্ট সম্পর্কে আপনি ভালো খারাপ মতামত প্রদান করার অধিকার রাখেন সুন্দর ও সাবলীল ভাষায় ।
Emoji