بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Song title :ইয়া নাফসি
Singer: Heaven Tune Studio
Lyric : Heaven Tune Studio
Tune: Heaven Tune Studio
ShilpiGosti: Heaven Tune Studio
ইয়া নাফসি ---দেলাওয়ার এইচ জে--------
পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা রুপ, থেমে গেছে কোলাহল ভেঙ্গে গেছে মনবল অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ। ইয়া নাফসি ইয়া নাফসি শুনি চিৎকার অদৃশ্য কেউ যেন বলছে ডেকে বল আজ রাজত্ব কার। * (১ম অন্তরা)* বিপদের ঘনঘটা আজ দিকে দিকে আশার আগামী যেন ধুশর ফিকে আআআআ আ আ আ বিষাদের কারগারে বন্ধি সবি বড় দুর্যোগ আজ সীমালঙ্ঘিত এ মানবতার।।ঐ ♣২য় অন্তরা♣ ক্ষনিকের রঙচটা লাজ হীনা সুখে দুঃখের সুনামি প্রভু দিয়েছ এঁকে ওওওওও ও ও ও... আজাবের করিডোরে কাঁদছি খুবি হে রাজাধিরাজ মোরা শংকিত চাই দয়া তোমার।।ঐ
0 Comments
আমাদের কন্টেন্ট সম্পর্কে আপনি ভালো খারাপ মতামত প্রদান করার অধিকার রাখেন সুন্দর ও সাবলীল ভাষায় ।
Emoji